বিশ্বের ৬ বিখ্যাত উৎসব

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশ্বের নানা প্রান্তে নানা ধরনের উৎসব হয়ে থাকে। এসব উৎসবের তালিকায় ভারতের হোলি থেকে শুরু করে থাইল্যান্ড, নেদার‌ল্যান্ড, ইটালি, স্পেন ও জাপানের উৎসবও রয়েছে। এ লেখায় তুলে ধরা হলো তেমন ছয়টি উৎসবের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
১. সংক্রান উৎসব
থাইল্যান্ডের বিখ্যাত উৎসবের নাম সংক্রান। এটি মূলত পানির উৎসব। পানি ছিটিয়ে এ উৎসব উদযাপিত হয়। এতে অংশ নেয় থাইল্যান্ডের ঐতিহ্যবাহী হাতিও।

২. হোলি
ভারতের বিখ্যাত এ উৎসবকে অনেকেই রঙের উৎসব বলেন। কারণ এ উৎসবে ব্যবহৃত হয় বহু ধরনের রং।
৩. বাবফ্লাওয়ার প্যারেড
নেদারল্যান্ডসে এ উৎসব পালিত হয়। এটি মূলত বসন্তকালীন ফুল নিয়ে পালিত হয়। অনুষ্ঠানে থাকে ব্যান্ড মার্চ ও অন্যান্য কাজ।
৪. ব্যাটল অব দ্য অরেঞ্জেস
ইটালিতে এ উৎসব হয়, যেখানে প্রধান ভূমিকা পালন করে কমলা। মূলত একে অন্যকে কমলা ছুড়ে এ উৎসব পালিত হয়। এ অঞ্চলের সবচেয়ে বড় উৎসব এটি।
৫. চেরি ফোটার উৎসব
জাপানে উদযাপিত হয় চেরি ফোটার উৎসব। এ উৎসবে স্থানীয়রা অনেকেই পিকনিক করে পালন করে।
৬. লাস ফলস
স্পেনের এ উৎসবে পানি থেকে আগুন, সবই ব্যবহৃত হয়। বসন্তকালের এ উৎসবে বিশাল শোভাযাত্রাও থাকে।

পূর্ববর্তী নিবন্ধওজনে অনিয়মে বাড়ছে জরিমানা
পরবর্তী নিবন্ধ‘আর কোনোদিন আমার জন্মদিন পালন করবেন না’