বিনিয়োগ পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা চান অর্থমন্ত্রী

 পপুলার২৪নিউজ ডেস্ক :
দেশের বিনিয়োগ পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রবিবার কেনিয়ার জন্য ওয়েস্টার্ন মেরিনের তৈরি করা অফশোর পেট্রোল ভেসেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘হরতাল, মারামারি, কাটাকাটি হলে বিনিয়োগ আসবে না। ২০১৩ সালে সেই পরিস্থিতি তৈরি করা হয়েছিল। যদিও তা আমরা কাটিয়ে উঠেছি। এখন দেশে বিনিয়োগে ঊর্ধ্বগতি। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ হচ্ছে না, এমন কথা বলা যাবে না। হুট করে এ বিষয়ে সিদ্ধান্ত টানা যায় না। আমি আমার বাজেট বক্তৃতায় এ বিষয়ে বলেছি। অবকাঠামোগত বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলো যদি ২০ বছর মেয়াদী তিন বা চার শতাংশে ঋণ দেয় তাহলে এ শিল্প থেকে আরো বৈদেশিক মুদ্রা অর্জন হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে’
পরবর্তী নিবন্ধ২০০ বছরের ইতিহাসে বাংলাদেশে সবচেয়ে বড় বন্যার আশঙ্কা!