বিডি অটোকারের প্রত্যেক পরিচালককে জরিমানা করেছে বিএসইসি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আইন লঙ্ঘন করায় বাংলাদেশ (বিডি) অটোকারস লিমিটেডের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬১৯তম কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসি জানিয়েছে, বিডি অটোকারস ২০১৪ সালের ৩০ জুন নিরীক্ষিত আর্থিক বিবরণীতে প্রিলিমিনারি এক্সপেন্স, ডেফার্ড রেভিনিউ এক্সপেনডিচার, আন অ্যালোকেট এক্সপেনডিচার, অর্ধ বার্ষিকের সম্পদের ওপর অবচয় বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী হিসাবভুক্ত করেনি। এছাড়া কোম্পানিটি ২০১৪ সালের ৩০ জুন লেনদেন ও অন্যান্য আয় থেকে সংগ্রহ করা ৭ কোটি ৬০ লাখ ৮৭ হাজার ৬১৫ টাকার বিষয়ে কোনো তথ্য প্রদান করেনি। পশাপাশি ২০১৩ সালের ৩০ জুন লায়াবিলিটি ফর এক্সপেন্স ৬৩ লাখ ৮৪ হাজার ৭৪ টাকা এবং কম্পেরেটিভ ব্যালেন্স অব লায়াবিলিটি ফর এক্সপেন্স এর ৫২ লাখ ৩২ হাজার ৩৮৩ টাকার বিষয়ে কোনো তথ্য দেয়নি। এসব অনিয়ম করে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১১(২) ভঙ্গ করেছে। এজন্য বিডি অটোকারস লিমিটেডের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

পূর্ববর্তী নিবন্ধদুই মার্চেন্ট ব্যাংককে সতর্ক করবে বিএসইসি
পরবর্তী নিবন্ধডিএসইর দুই ব্রোকারকে জরিমানা করেছে বিএসইসি