বিজেপি নেতা মিঠুনের সন্ধান দাবিতে মানববন্ধনে বাধা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) নিখোঁজ সভাপতি ও মুখপাত্র মিঠুন চৌধুরীর সন্ধান দাবিতে পরিবার ও কর্মীদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে মানববন্ধন করতে চাইলে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়।

তবে পুলিশ জানিয়েছে, বিনা অনুমতিতে মানববন্ধন করায় তাদের সরিয়ে দেয়া হয়েছে।

মিঠুন চৌধুরীর স্ত্রী সুমনা চৌধুরী সীমার অভিযোগ, তার স্বামী মিঠুন চৌধুরী ও সহকর্মী আশিক ঘোষ অসিতকে ২৭ অক্টোবর রাত ১২টায় সূত্রাপুর থানার ফরাশগঞ্জে প্রিয় বল্লব জিউর মন্দির গেট লেবুপট্টি মার্কেটের সামনে থেকে একটি কালো গাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে আটক করে নিয়ে যায়।

তিনি বলেন, নিখোঁজদের খোঁজে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় গিয়ে যোগাযোগ করলেও কেউ কোনো সন্ধান দিচ্ছে না।

সীমা দাবি করেন, মিঠুন ও অসিতের নিখোঁজের বিষয়ে সূত্রাপুর থানায় জিডি করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাকে জানান, কাউন্টার টেরোরিজম থেকে তাদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টিসহ কয়েকটি সংগঠন মিলে মিঠুন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) আত্মপ্রকাশ করে।

 

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা শিশুর পারিশ্রমিক দিনে ১৩ টাকা!
পরবর্তী নিবন্ধঅভিনয় করতে গেলে লজ্জাহীন হতে হয়:বিদ্যা বালান