বাবা হারালেন রানি মুখার্জি

পপুলার২৪নিউজ ডেস্ক:
বলিউড তারকা রানি মুখার্জির বাবা রাম মুখার্জি আর নেই। তিনি হিন্দি ও বাংলা ছবির প্রযোজক ছিলেন। এছাড়া ছবিতে পরিচালক ও চিত্রনাট্যকারের কাজও করেছেন।

জানা যায়, আজ রোববার (২২ অক্টোবর) ভোর ৪টায় বলিউডের এ প্রযোজক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, রাম মুখার্জির দেহ সকাল ১০টা ৩০ মিনিটে মুম্বাইয়ে তার নিজ বাড়ি জানকি কুটিরে নিয়ে যাওয়া হয়। এবং বেলা ২টায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে মুখার্জি পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

রানির বাবা তার জীবদ্দশায় ‘হাম হিন্দুস্থানি’ (১৯৬০), দিলীপ কুমার এবং বৈজয়ন্তীমালা অভিনীত ‘লিডার’ (১৯৬৪) পরিচালনা করেন। এছাড়া তিনি ‘রক্তলেখা’ (১৯৯২), ‘তোমার রক্তে আমার সোহাগ’ (১৯৯৩) এবং ‘রক্তনদীর ধারা’ (১৯৯৪) নামের বাংলা ছবিগুলোর পরিচালক ছিলেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধসালমানের দেহরক্ষীর নামে মামলা
পরবর্তী নিবন্ধবিশ্বমানের ডাই মোল্ড তৈরি করছে ওয়ালটন