বান্দরবানে স্কুলছাত্রীর গলিত লাশ উদ্ধার

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বান্দরবান-রুমা সড়কের দৌলিয়ান পাড়ায় পাহাড়ধসের ঘটনায় ১৯ দিন পর চিংমে সিং মারমা নামে এক স্কুলছাত্রীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সাংগু নদীর বেতছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রোয়াংছড়ি থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শ্মশানে লাশের সৎকার করা হয়।

গত ২৩ জুলাই বান্দরবান-রুমা সড়কের দৌলিয়ান পাড়া এলাকায় ভারী বর্ষণজনিত কারণে আস্তপাহাড়ের মাটি ধসে অপর ৫জনের সঙ্গে চিংমে সিং মারমাও নিখাঁজ ছিলেন।

মৃতদেহ উদ্ধারে ব্যাপক তল্লাশি চালানোর পর ১৯দিনের মাথায় শুক্রবার সন্ধ্যায় সাংগু নদীর বেতছড়া এলাকা থেকে চিংমেসিং মারমার গলিত লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত চিংমেসিং মারমার বড়ভাই রুমার সাবেক ইউপি সদস্য উখ্যাচিং মারমা লাশ শনাক্ত করেন।

এর আগে পৃথক সময়ে দুজন সরকারি কর্মকর্তাসহ ৪জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরায়ের পর্যবেক্ষণে ‘দেশের আসল চেহারা’ উন্মোচিত হয়েছে:মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধদেশ সেবার অর্থ হচ্ছে খালি হাতে ফেরা:অ্যাটর্নি জেনারেল