বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ

পপুলার২৪নিউজ  ডেস্ক:
বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বৃষ্টি আইনে স্বাগতিক শ্রীলংকার কাছে ৪২ রানে হেরে বাছাইপর্বের সুপার সিক্স থেকে বিদায় নিতে হল বাংলাদেশকে।

সুপার সিক্স থেকে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান এবং শ্রীলংকা বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েছে। আইসিসি চ্যাম্পিয়নশিপে সেরা চারে থাকায় সরাসরি বিশ্বকাপে অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মূলপর্ব।

আগের ম্যাচে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। মূলপর্বে যেতে হলে শ্রীলংকাকে হারাতেই হতোই রুমানাদের। পাশাপাশি এগিয়ে থাকতে হতো নেট রানরেটেও। তাছাড় ভারতের কাছে পাকিস্তানকে হারতে হতো।

তবে বাংলাদেশ ৪২ রানে শ্রীলংকার কাছে হেরে যাওয়ায় কোনো গাণিতিক হিসাবের প্রয়োজন হয়নি।

রোববার কলোম্বোর এনসিসি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে চামারি আতাপাত্তুর দায়িত্বশীল ব্যাটে ভর করে ৯ উইকেটে ১৯৭ রান করেছিল শ্রীলংকার মেয়েরা। আতাপাত্তু ৮৪ রান করেন।

বাংলাদেশের হয়ে সালমা খাতুন সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন।

১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৮ রান করলে বৃষ্টি শুরু হয়। পরে আর একটি বলও মাঠে গড়ায়নি। ডিএল মেথডে ৪২ রানে জয় পায় শ্রীলংকা।

ফলে শ্রীলংকা থেকে ব্যর্থতা নিয়েই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

পূর্ববর্তী নিবন্ধবিল গেটসের জীবনের মজার কিছু কাহিনি
পরবর্তী নিবন্ধযে নিয়মে সেরে যাবে ক্যান্সার!