ফেসবুকের ভিডিও ট্যাব আসছে

পপুলার২৪নিউজ ডেস্ক:
নতুন নকশা করা ভিডিও ট্যাব আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করছে ফেসবুক। বিজনেস ইনসাইডার এই তথ্য জানতে পেরেছে।

অরিজিনাল টিভি শো দেখানোর একটি মাধ্যম হওয়ার লক্ষ্য থেকেই ফেসবুক এই ট্যাব চালু করতে যাচ্ছে। ফেসবুকের এই পদক্ষেপকে টেলিভিশনের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

ফেসবুকের ভিডিও ট্যাবের ব্যাপারে অবগত ব্যক্তিরা বলছেন, নতুন ট্যাবটিকে ‘ওয়াচ’ নামে ডাকা হবে। শোর সূচনা হবে ২৮ আগস্ট।

নতুন নকশার ভিডিও ট্যাব আনুষ্ঠানিক উন্মোচনের বিষয়ে তাৎক্ষণিকভাবে ফেসবুকের কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।

আগেই এই ট্যাবের উদ্বোধন করতে চেয়েছিল ফেসবুক। কিন্তু নানা কারণে উদ্বোধনের দিন-তারিখ বারবার পিছিয়ে যায়।

ভিডিও ট্যাব উন্মোচনের পর সীমিতসংখ্যক ব্যবহারকারী এই ‘ওয়াচ’ তাঁদের ফেসবুক অ্যাপে দেখতে পারবেন। তবে সামনের দিনগুলোতে ধীরে ধীরে ট্যাবটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা করছে ফেসবুক।

 

পূর্ববর্তী নিবন্ধমুচলেকা দিতে হচ্ছে গাভাস্কার–ভোগলেদের
পরবর্তী নিবন্ধকাশিমপুর কারাগারে হেলিকপ্টার অবতরণ,আটক ৩