ফুটবলার আমিনুলসহ আটক ১৫

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ অন্তত ১৫ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সুপ্রিমকোর্ট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সচিবালয় ও বঙ্গবাজার এলাকায় মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে হাজিরা দিয়ে গুলশানের বাসায় ফিরছিলেন খালেদা জিয়া।

বিএনপি নেত্রীর গাড়িবহর সুপ্রিমকোর্ট এলাকায় পৌঁছলে সেখানে আগে থেকে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা মিছিল নিয়ে বহরে যোগ দেয়ার চেষ্টা করেন।

এ সময় মিছিলকারীদের পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়া হয়।

পুলিশের ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে কদমফোয়ারা, সচিবালয় ও বঙ্গবাজার মোড়ের দিকে চলে যায়।

এরপর পুলিশ জাতীয় ঈদগাহ সংলগ্ন কদম ফোয়ারার কাছ থেকে ফুটবলার আমিনুল হকসহ বিএনপি ও ছাত্রদলের ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিএনপি নেতাকর্মীরা সচিবালয় এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এছাড়া বঙ্গবাজার মোড় এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে গাঁজা বিক্রেতাসহ গ্রেফতার ২
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরের এডিসি ও ইউএনওকে হাইকোর্টে তলব