ফিরে গেলেন রিয়াদও

পপুলার২৪নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান।

টেস্ট সিরিজের মতো রঙিন পোশাকেও ব্যর্থ হচ্ছেন টাইগার ব্যাটসম্যানরা। ওপেনিং থেকে শুরু করে টপ অর্ডার ব্যাটসম্যানরও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।

বৃহস্পতিবার ব্লুমফন্টেইনে টসে জয়লাভ করেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ব্যাট করতে নেমে ফ্রিলিংকের বলে সিবোটোর হাতে ধরা পড়েন সৌম্য; মাত্র ৩ রান করেন।

এর পর দ্রুতই ফিরে যান আরেক ওপেনার ইমরুল কায়েস। ফ্রিলিংকের দ্বিতীয় শিকার হন ইমরুল। কায়েস মাত্র ২৭ রান করেন।

ব্যাট হাতে ব্যর্থ হন লিটন দাস। তিনি ৮ রান করে সিবোটের বলে সাজঘরে ফেরেন।

লিটনের বিদায়ের পর ফিরে যান মুশফিকুর রহিমও। ফাগিসোর বলে ব্যক্তিগত ২২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক।

এরপর দলের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের জুটিতে আসে ৫৭টি গুরুত্বপূর্ণ রান।

ফিরে যান রিয়াদ। তিনি ২১ রান করে মাল্ডারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

এদিকে ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচে খেলছেন না ওপেনার তামিম ইকবাল।

১৫ অক্টোবর কিম্বার্লিতে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ওই ম্যাচে তামিমের খেলার সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঝালকাঠিতে কলেজছাত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধইনস্টাগ্রামে সোহা কন্যা ইনায়া