ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডর মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিষয়ক চুক্তি স্বাক্ষর

পপুলার২৪নিউজ ডেস্ক:

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও প্রগতি সিস্টেমস লিমিটেডের মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে জুন ০৭, ২০১৭ তারিখে লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে আয়োজিত ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো: আলী, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব খাজা শাহরিয়ার, প্রগতি সিস্টেমস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: মোস্তফা খায়ের, এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং প্রধান জনাব আলী নাহিদ খান ও এফভিপি জনাব মো: ফরিদুর রহমান জালাল, লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব লায়াবিলিটি জনাব এস. এম. আবু ওয়াসিব, ক্লাস্টার হেড জনাব এস. কে. এম আতিকুর রহমান রাসেল ও প্রগতি সিস্টেমস লিমিটেডের প্রধান ব্যবসায় কর্মকর্তা জনাব আবু তালেবসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । এখন থেকে লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহককে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (ফার্স্টপে শিওরক্যাশ) মাধ্যমে তহবিল বিতরণ ও সংগ্রহ করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর মহিলা কর্মকর্তাদের সঙ্গে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া