প্রশাসন কখনো স্বাধীন বিচার বিভাগ চায়নি: প্রধান বিচারপতি

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, প্রশাসন কখনো চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, বরাবরই তারা বিমাতাসুলভ আচরণ করে আসছে।

মঙ্গলবার বিকালে হবিগঞ্জ বার লাইব্রেরিতে তাকে দেয়া এক সংবর্ধনায় তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘শুধু এ সরকার নয়, সব সরকারের আমলেই একই চিত্র। প্রশাসন কোনদিনই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। প্রশাসনের যারা উচ্চ পর্যায়ে আছে, তাদেরকে পরিচালনা করে কয়েকজন আমলা।’

‘সত্যি কথাটি তাদের কাছে উপস্থাপন করা হয় না। যার পরিপ্রেক্ষিতে তারা মনে করে, বিচার বিভাগ তাদের একটি প্রতিপক্ষ। এটি ভুল ধারণা’ যোগ করেন তিনি।

এস কে সিনহা বলেন, বিচার বিভাগ কখনো কারো প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করে না। বিচার বিভাগ সবসময় একটি ভারসাম্য রক্ষা করে চলে। তাদেরও কোনো কিছুতে ত্রুটি থাকলে প্রতিকারের জন্য বিচার বিভাগের কাছেই আসতে হয়।

তিনি বলেন, ‘আমরা তাদেরও বিচার করে থাকি। কেউ যখন প্রশাসনের কাছে নিরাপত্তা পায় না এবং চাকরি ও প্রমোশন নিয়ে বৈষম্যের শিকার হলে, তখন আমরা বিচার বিভাগই এর সমাধান দিয়ে থাকি।’

পূর্ববর্তী নিবন্ধভাস্কর্য নিয়ে আদালত যেন কুলষিত না হয়: আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধসারাদেশে হবে মডেল মসজিদ-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র