পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তহবিলের মেয়াদ আরও ২ বছর বেড়েছে

পপুলার২৪নিউজ  : মহাধসের পর পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিলের মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কমানো হয়েছে সুদ হার। তহবিলের ঋণ বিতরণ সংক্রান্ত কমিটির এক বৈঠকের পর এ তথ্য জানান বিএসইসির নির্বাহী পরিচালক ও এ কমিটির প্রধান সাইফুর রহমান। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুন:অর্থায়ন তহবিলের প্রতি আগ্রহ খুব কম থাকায় এ তহবিলের বেশ কিছু টাকা অলস পড়ে ছিল। তাই বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে তহিবলের সুদের হার কমানো হলো। সাইফুর রহমান জানান, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সরকারের পক্ষ থেকে যে তহবিল গঠন করা হয়েছে তার মেয়াদ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর এ তহবিলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সাইফুর রহমান আরও জানান, এ তহবিলের ঋণে সুদ হারও কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগে সাড়ে ৭ শতাংশ হারে সুদ নির্ধারিত থাকলেও নতুন করে ৬ শতাংশ সুদ হারের যে প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রণালয় তা মেনে নিয়েছে। তাই এখন এ তহবিল থেকে কেউ ঋণ নিলে তাকে ৬ শতাংশ হারে সুদ দিতে হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে তহবিলের সুদের হারের মধ্যে ৫ শতাংশ নেয় সরকার, আইসিবি (ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ) সার্ভিস চার্জ নেয় ১ শতাংশ ও মার্চেন্ট ব্যাংক বা স্টক ব্রোকারেজ হাউজ পায় দেড় শতাংশ। সব মিলে সাড়ে ৭ শতাংশ সুদ দিতে হয় তহবিল থেকে ঋণ নিতে। এ সুদ হার কমিয়ে ৬ শতাংশে আনায় এখন সরকার নেবে ৪ শতাংশ, আইসিবির সার্ভিস চার্জ ১ শতাংশ ও মার্চেন্ট ব্যাংক বা স্টক ব্রোকারেজ হাউজ নিবে ১ শতাংশ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর সহায়তায় এ তহবিলে প্রথমদিকে ভালো সাড়া পড়ে। ব্রোকারেজ হাউজ এবং মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ঋণ নিয়ে ফেরত দিয়েছেন। এরই মধ্যে তহবিলের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে। তবে পুঁজিবাজারকে গতিশীল করার চিন্তা থেকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তহবিলের মেয়াদ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন। বিএসইসিও এ ব্যাপারে একমত ছিল। তাই বিএসইসির পক্ষ থেকেও মন্ত্রণালয়কে এ ব্যাপারে সুপারিশ করা হয়। এদিকে মার্চেন্ট ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে সাতটি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের মাধ্যমে ৭৫১ বিনিয়োগকারীর ২৯ কোটি ৭২ লাখ টাকা ছাড় হলেও কেউ টাকা নিতে আসেনি। টাকা ছাড় হওয়ার পরও টাকা না নেওয়ার কারণ হলো- এখন ঋণ নিলেও তাদেরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ঋণ পরিশোধ করতে হবে। এ অবস্থায় তহবিলের মেয়াদ বাড়ানোর পক্ষেই মত ছিল বাজার সংশ্লিষ্টদের। গত ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের মাঝে ৬৪২ কোটি টাকা ছাড় করা হয়েছে। আর সুদসহ আদায় হয়েছে ৬৮৬ কোটি টাকা।
প্রসঙ্গত, ২০১০ সালে পুঁজিবাজার ধসের পরিপ্রেক্ষিতে মার্জিন ঋণগ্রহীতা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে ওঠার জন্য সকারের পক্ষ থেকে ৯০০ কোটি টাকার পুন: অর্থায়ন তহবিল ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতাজিয়া মিছিলে মাঝপথে প্রবেশ করা যাবে না
পরবর্তী নিবন্ধনীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে গাঁজা ও হেরোইনসহ আটক ১