নিম্নচাপে সারাদিন থাকবে ভারী বর্ষণ : আবহাওয়া অধিদপ্তর

পপুলার২৪নিউজ ডেস্ক :

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে বলে পূর্ভাবাসে বলা হয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ সারাদেশে ভারী বর্ষণের মাধ্যমে নিম্নচাপটি দুর্বল হয়ে যাবে।

এতে বলা হয়, উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকাল ৬টায় স্থল নিম্নচাপ হিসেবে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যহত রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক ছাড়ছেন বিদেশি মালিকেরা
পরবর্তী নিবন্ধবেশির ভাগ দল সেনা মোতায়েন এবং সংসদ ভেঙে দেওয়ার পক্ষে মত দিয়েছে