নাটোরে স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যু

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় কদিমচিলান এলাকায় স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যু হয়েছে। নিহতের ছেলে নওশাদ জানান,প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন বাবা-মা। রাতে হঠাৎ অসুস্থ হয়ে বমি শুরু করলে বাড়িতে বাবা ও হাসপাতালে নেয়ার পথে মায়ের মৃত্যু হয় ।

রোববার সকালে নাটোরের লালপুর উপজেলায় কদিমচিলান এলাকা থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলাগ্রামের সোবাহান প্রামাণিক (৭৫) ও তার স্ত্রী মানিকজান (৬৮)।

নিহত দম্পতির ছেলে নওশাদ বলেন, প্রতিদিনের মতো বাবা-মা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ১০টার দিকে চিৎকার শুনে এসে দেখি দুজনেই বমি করছেন।

এর পর বাবা বাড়িতেই মারা যান। আর হাসপাতালে নেয়ার পথে মায়ের মৃত্যু হয়।

মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, সঠিক করে বলতে পারব না। তবে ধারণা করা হচ্ছে- তাদের খাবারে কোনো সমস্যা ছিল।

লালপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, মৃতদের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়, ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।

এ ঘটনায় নিহতের ছেলে নওশাদ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবীকে সাজা : ভূরুঙ্গামারী এসি ল্যান্ডকে হাইকোর্টে তলব
পরবর্তী নিবন্ধইসরাইলের সঙ্গে আঁতাতের স্বীকারোক্তি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর