নতুন বছরে পুঁজিবাজার চাঙ্গা হয়ে উঠবে: শাকিল রিজভী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দরপতনের বৃত্তে দেশের পুঁজিবাজার। রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইর লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। যা ৬ ছয় মাসের মধ্যে সর্বনিন্ম লেনদেন হয়েছে। এবিষয়ে ডিএসইর সাবেক প্রসিডেন্ট ও বর্তমান পরিচালক শাকিল রিজভী এ প্রতিবেদককে বলেন, পুঁজিবাজার উঠানামা করবে এটা স্বাভাবিক বিনিয়োগকারীদের ঘাবরানোর কিছু নেই। তিনি বলেন, লেনদেন কমা স্বাভাবিক কারন কেউ কম দামে শেয়ার ছাড়তে চাচ্ছে না সেই জন্য লেনদেন কম হচ্ছে। শাকিল আরও বলেন, ডিসেম্বর মাস এলেই পুঁজিবাজারে লেনদেন কম হয়ে থাকে। নতুন বছরে বাজার চাঙ্গা হয়ে উঠবে। টানা ঊর্ধ্বমুখী থাকলে এক সময়ে এসে দরপতন হবে, এটাই পুঁজিবাজারের ধর্ম। মাঝে মাঝে উত্থান এবং মূল্য সংশোধন হওয়া বাজারের জন্য ভাল লক্ষণ। কিন্তু বাজার যদি টানা বাড়ে তাহলে ঝুঁকির পরিমাণও বেড়ে যায়। তিনি বলেন, গত কয়েক মাসের চিত্র দেখলে বোঝা যাবে বাজার এখন বেশ স্থিতিশীল। আবার অর্থনীতিতে বড় কোনো নেতিবাচক প্রভাব নেই। সুতরাং এখন পুঁজিবাজারে বড় দরপতন হওয়ার কোনো কারণ নেই। বাজারে এখন যে দরপতন হচ্ছে, সেটা স্বাভাবিক মূল্য সংশোধন। জানুয়ারিতে বাজার ঠিক হবে তবে বিনিয়োগকারীদের হতাশা হইলি চলবে না। বাজার তার আপন গতিতে ঠিক হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধ‘সৌদি অবরোধে কাতার আরও শক্তিশালী হয়েছে’
পরবর্তী নিবন্ধ৫ দিনব্যাপি রিহ্যাব ফেয়ার শুরু হবে ২১ ডিসেম্বর থেকে