ধাওয়ানের সেঞ্চুরিতে কাঁপছে শ্রীলঙ্কা

 পপুলার২৪নিউজ ডেস্ক:

চ্যাম্পিয়নস ট্রফি থেকেই দারুণ ছন্দে রয়েছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। সেই ছন্দ বজায় আছে শ্রীলঙ্কা সফরেও। ৩ টেস্টের সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরির উপর ভর করেই বড় রানের দিকে এগোচ্ছে ভারত। ধোনির ব্যাটিং বিক্রমে চা বিরতির আগে ৩ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলছে সফরকারীরা। ক্রিজে আছেন ক্যাপ্টেন বিরাট কোহলি (১১) ও আজিঙ্কা রাহানে (৩)। ১১৯ রানের ইনিংসটি ধাওয়ানের ক্যারিয়ারের ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি।

শনিবার পাল্লেকেলে শুরু হওয়া তৃতীয় তথা শেষ টেস্টে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। দুই ওপেনার শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল মিলে দুর্দান্ত শুরু এনে দেন দলকে। উদ্বোধনী জুটিতে আসে ১৮৮ রান।  ৮৫ রান করে আউট হলেও টানা ৭ ম্যাচে হাফ সেঞ্চুরি করে রাহুল দ্রাবিড়কে টপকে যান কর্ণাটকের ব্যাটসম্যন লোকেশ রাহুল।

রাহুল আউট হওয়ার পরেও ধাওয়ানকে থামাতে পারেনি লঙ্কান বোলাররা।

কোনো বোলারই বিব্রত করতে পারেননি তাকে। বাউন্ডারি হাঁকিয়ে ১০৭ বলে তিন অংকে পৌঁছান ধাওয়ান। বল ১৫ বার মাটি কামড়ে সীমানার বাইরে যায়।  শেষ পর্যন্ত ১১৯ রানে পুষ্পকুমারার বলে সুইপ করতে গিয়ে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।  এর আগে গল টেস্টেও ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ধাওয়ান।

পূর্ববর্তী নিবন্ধবলিউডে পা রাখলেন অভিনেত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায়
পরবর্তী নিবন্ধফেসবুকে ভাইরাল সালমান শাহর ফাঁসির দড়ি