দেশের বাজারে আসুসের জেনফোন লাইভ

পপুলার২৪নিউজ ডেস্ক:

তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস দেশের বাজারে নতুন স্মার্টফোন সিরিজ জেনফোন লাইভ উন্মুক্ত করেছে। আসুসের দাবি, বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে এতে হার্ডওয়্যার অপ্টিমাইজড প্রযুক্তি ব্যবহার করে সরাসরি সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এর বিল্টইন অ্যাপ্লিকেশন ‘বিউটি লাইভ’ দিয়ে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি যেতে পারবেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে যাওয়ার বিশেষ সুবিধা আছে।

স্মার্টফোনটিতে এম-এ-এম-এস প্রযুক্তির মাইক্রোফোন ব্যবহৃত হয়েছে, যা সোশ্যাল মিডিয়াতে যাওয়া লাইভ ভিডিওর শব্দকে পরিষ্কারভাবে উপস্থাপন করতে সহায়তা করে। এতে আছে ১ দশমিক ৪ আলট্রা পিক্সেল সেন্সরের সেলফি ক্যামেরা, যা সাধারণ পিক্সেল থেকে অনেক বেশি আলোক সংবেদনশীল। এতে আরও আছে সফট লাইট এলইডি সেলফি ফ্ল্যাশ, যা সেলফি তুলতে বা লাইভে রঙের তারতম্য দেখায় না। স্মার্টফোনটির পেছনে ১৩ মেগা পিক্সেলের ক্যামেরা আছে। এতে আসুসের নিজস্ব পিক্সেল মাস্টার ক্যামেরা-প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ১২টি আলাদা ক্যামেরা মোডসহ এতে আছে বিউটিফিকেশন, লো লাইট ও হাই রেজল্যুশন মোড। স্মার্টফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধস্যামসাং টিভির সংযোজন কারখানা চালু করেছে ট্রান্সকম
পরবর্তী নিবন্ধভারতের সঙ্গে ট্রানজিটসহ ৩ পদ্ধতিতে পণ্য পরিবহন হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী