দুবাইয়ে বিশ্বের প্রথম রোবট পুলিশ

পপুলা২৪নিউজ ডেস্ক :
দুবাই পুলিশ তাদের প্রথম রোবট অফিসারকে প্রকাশ করেছে। এটি শহরটির মার্কেট এবং পর্যটক আকর্ষণে টহল দেয়ার কাজ দেয়া হয়েছে।

অপরাধের রিপোর্ট করতে, জরিমানা দিতে এবং রোবটের বুকের ওপর একটি টাচস্ক্রিন ট্যাপ করে তথ্য পেতে এটি ব্যবহার করতে পারবে মানুষ। বিশ্বে পুলিশ বাহিনীতে রোবটের ব্যবহারের ঘটনা এটাই প্রথম।

এ রোবট পুলিশ যেসব ডাটা সংগ্রহ করবে তা পরিবহন এবং ট্রাফিক কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করতে সক্ষম। দেশটির সরকার জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে পুলিশ বাহিনীর ২৫ শতাংশ রোবোটিক হবে, কিন্তু তারা মানুষকে প্রতিস্থাপন করবে না।

দুবাই পুলিশের স্মার্ট ডিভাইস বিভাগের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার খালিদ আল রাজুকি বলেন, ‘আমরা এই রোবট দিয়ে আমাদের পুলিশ কর্মকর্তাদের প্রতিস্থাপন করতে যাচ্ছি না।

কিন্তু দুবাইয়ে মানুষের সংখ্যা বাড়ছে, তাই আমরা পুলিশ কর্মকর্তাদের সঠিক এলাকায় স্থানান্তর করতে চাই যাতে তারা একটি নিরাপদ শহর প্রদানের ওপর মনোনিবেশ করতে পারে।’

পূর্ববর্তী নিবন্ধআইনে স্নাতক ডিগ্রি অর্জন সেই রুমানার
পরবর্তী নিবন্ধগাঁজাসহ এসআইকে আটক করে থানায় দিল ঢাবি শিক্ষার্থীরা