দুই যুগ পর ম্যারাডোনার রেকর্ডে ভাগ!

পপুলার২৪নিউজ ডেস্ক:

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা দিয়েগো ম্যারোডোনার রেকর্ডে এবার ভাগ বসালেন নাপোলি অধিনায়ক মারেক হামসিক। ইতালীয় ক্লাব নাপোলিতে ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত খেলেছিলেন ম্যারাডোনা।

আর এই সময়ে নাপোলির হয়ে গড়েছিলেন ক্লাবটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। ম্যারাডোনার গোল সংখ্যা ছিল ১১৫। তবে কারও রেকর্ডই চিরদিন স্থায়ী নয়। ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন নাপোলির বর্তমান অধিনায়কের দায়িত্বে খেলা মিডফিল্ডার মারেক হামসিক।ম্যারাডোনা যখন নাপোলিতে ছিলেন তখন একটি সাধারণ একটি দল থেকে নাপোলি দুইবার সিরি শিরোপা জেতে। ম্যারাডোনা অবশ্য হামসিকের থেকে প্রায় অর্ধেক ম্যাচ (২৫৯) কম খেলে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

হামসিক ২০০৭ সালে বেরসিয়া থেকে সান পাওলোর ক্লাবটিতে পাড়ি জমান।সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৭৭ ম্যাচে ১১৫টি গোল করে তিনি ম্যারাডোনাকে স্পর্শ করলেন। সিরিআ লিগে তুরিনের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে নাপোলির হয়ে একটি গোল করেন স্লোভাকিয়ান তারকা হামসিক। আর এই গোলটিই তাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধশাদি স্কোয়াডকে ধন্যবাদ জানালেন বিরুস্কা দম্পতি