দুই মাসের মধ্যেই ভাড়া বাড়ল উবারের

ঢাকার রাস্তায় নামার দুই মাসের মধ্যেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোবাইল অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার।

শুক্রবার উবারের ওয়েবসাইটে এক ঘোষণায় জানানো হয়েছে।

বর্ধিত ভাড়া অনুযায়ী, উবারের সেবা নিতে প্রতি কিলোমিটারে ২১ টাকা করে ভাড়া গুণতে হবে, এতদিন যা ছিল প্রতি কিলোমিটারে ১৮ টাকা। এর সঙ্গে গাড়িতে কাটানো প্রতি মিনিটের জন্য আগের দুই টাকার পরিবর্তে তিন টাকা করে দিতে হবে।

বেইজ প্রাইস হিসেবে আগের ৫০ টাকাই নির্ধারিত রয়েছে। এছাড়া ট্যাক্সি ডাকার পর যাত্রা বাতিল করলেও দিতে হবে ৫০ টাকা।

আগামী ২৩ জানুয়ারি থেকে এই বাড়তি ভাড়া কর্যকর হবে।

সেবার মান ঠিক রাখতে এবং চালক-গ্রাহক উভয় পক্ষের ‘সুবিধার জন্য’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে উবার কর্তৃপক্ষ।

এটি একটি মোবাইল অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা। এই সেবা পেতে যাত্রীকে প্রথমে অ্যাপল স্টোর বা গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যাপটি ডাউনলোড করতে হবে। ফোন নম্বর এবং ই-মেইল ব্যবহার করে সাইনআপ করার পর গন্তব্য নির্বাচন করলে কিছুক্ষণের মধ্যেই যাত্রীর তথ্য ও চাহিদা পৌঁছে যাবে উবার চালকের কাছে। রাইডের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব তথ্য, যেমন- চালকের তথ্য, গাড়ির লাইসেন্স প্লেট নম্বর ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে যাত্রীর কাছে চলে আসবে। এ অ্যাপের মাধ্যমে যাত্রার তাৎক্ষণিক অবস্থা শেয়ার করা যাবে যে কারো সঙ্গে। পাশাপাশি চালক এই মুহূর্তে ঠিক কোথায় আছে তা সঙ্গে সঙ্গেই জানা যাবে অ্যাপের মাধ্যমে।

পূর্ববর্তী নিবন্ধট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলচাপায় পথচারী নিহত
পরবর্তী নিবন্ধমালয়েশিয়াতেই বেশি শ্রমিক রফতানি হবে: প্রতিমন্ত্রী