দুই মার্চেন্ট ব্যাংককে সতর্ক করবে বিএসইসি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

নির্দেশনা লঙ্ঘন করায় এনডিবি ক্যাপিটাল লিমিটেড এবং কসমোপলিটান ফাইন্যান্স লিমিটেড নামের দুই মার্চেন্ট ব্যাংককে সতর্ক করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬১৯তম কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসি জানিয়েছে, প্রতিষ্ঠানটি দু’টির পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকায় উন্নীত করার নির্দেশনা দেয়া হয়। কিন্তু দু’টি প্রতিষ্ঠানই পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকায় উন্নীত করতে ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে বিএসইসির ২০১২ সালের ১৬ এপ্রিলের নির্দেশনা (এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৫০/১২৭/অ্যাডমিন/৪২) ভঙ্গ করেছে এনডিবি ক্যাপিটাল ও কসমোপরিটান ফাইন্যান্স।

পূর্ববর্তী নিবন্ধবিধবা ভাবীর সঙ্গে বিয়ে, কিশোরের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধবিডি অটোকারের প্রত্যেক পরিচালককে জরিমানা করেছে বিএসইসি