ঢাকাকে ১৫৭ রানের টার্গেট দিল খুলনা

পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে ঢাকার সঙ্গে দ্বিতীয়বারের দেখায় টস হেরে খুলনার শুরুটা বেশ ভালো হয়নি।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আহ্বান জানান ঢাকার অধিনায়ক সাকিব।

তবে টপঅর্ডারের ব্যর্থতায় রানের পাহাড় গড়তে পারেনি খুলনা।

লড়াকু ইনিংস খেলে অপরাজিত ব্রেথওয়েটের ৬৪ রানের কল্যাণে শেষ পর্যন্ত ১৫৬ রানের ইনিংস দাঁড় করায় খুলনা।

ব্যাট হাতে নাজমুল হাসান শান্ত ও মাইকেল ক্লিংগার শুরুটা ভালো করলেও বেশিক্ষণ সে অবস্থায় থাকতে দেননি ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ২২ রানের মাথায় ক্লিংগারকে ফিরিয়ে দেন সাকিব। ব্যক্তিগত ১০ রানে ক্লিংগার ফিরে যান।

এরপর আবু হায়দার রনি আঘাত হানেন খুলনা শিবিরে। দলীয় ২৯ এবং ব্যক্তিগত ২ রানে ধীমান ঘোষকে ফেরত পাঠান রনি।

দলীয় ৪৬ রানের মাথায় আঘাত হানেন সুনীল নারিন। ব্যক্তিগত ২৪ রানে নাজমুল হাসান শান্ত ফিরে যান সাজঘরে।

এরপর রাইলি রশুকে সঙ্গী করে দেখেশুনে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তবে ঢাকা ডায়নামাইটসের পাক তারকা শহীদ আফ্রিদি বাধ সাধেন তাতে। ১০ বলে ১৪ রান করা মাহমুদুল্লাহ ফিরে যান দলীয় ৭১ রানের মাথায়।

দুর্দান্ত এক ক্যাচ ধরে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়া আবু হায়দার রনি ফের আঘাত হানেন। ৩০ বলে ৩৪ রান করা রাইলি রশুকে দলীয় ১২৫ রানের মাথায় ফেরত পাঠান রনি।

তবে ব্রেথওয়েটের দায়িত্বশীল ব্যাটিংয়ে সম্মানজনক স্কোর গড়ে খুলনা। মারমুখী ব্যাটিং অব্যাহত রেখে অপরাজিত ৬৪ রান করেন ব্রেথওয়েট। আর দলকে এনে দেন ১৫৬ রানের লড়াকু স্কোর।

ঢাকার হয়ে আবু হায়দার রনি ২টি উইকেট নেন। এছাড়া সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, সুনীল নারিন ১টি করে উইকেট নেন।

এর আগে সিলেটে ঢাকা ডাইনামাইটস-খুলনা টাইটান্সের প্রথম দেখায় ১৩৭ রানের বড় জয় পেয়েছিল ঢাকা।

 

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে ধর্ষণ : ইভানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৫ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধচূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশ