ডিএসইতে রবিবার লেনদেন হয়েছে ১১৬০ কোটি ৪১ লাখ টাকা

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার মোট ৩২৭টি কোম্পানির ৩৯ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৪৭৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট এই লেনদেনের পরিমাণ ছিলো ১১৬০ কোটি ৪১ লাখ ৭১ হাজার ২১৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৫৭৭৪ দশমিক ৩০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক চার দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ২১০৮ দশমিক ২৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক সাত দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১৩১৪ দশমিক শূণ্য ৮ পয়েন্টে দাঁড়িয়েছে বলে ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- কেয়া কসমেটিকস, এমজেএল বাংলাদেশ, কনফিডেন্স সিমেন্ট, সিএনএ টেক্স, রিজেন্ট টেক্স, বেক্সিমকো লিমিটেড, ফু-ওয়াং ফুড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ার ও পেনিনসুলা চিটাগাং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- পেনিনসুলা চিটাগাং, কেয়া কসমেটিকস, ফু-ওয়াং সিরামিকস, টুংহাই ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ফাইন্যান্স, অগ্রণী ইন্সুরেন্স, সাফকো স্পিনিং, সিএনএ টেক্সটাইল, রূপালি ব্যাংক ও জেনারেশন নেক্সট।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স, আইসিবি এএমসিএল ২য় মি.ফা., বিডি কম, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সিটি জেনারেল ইন্সুরেন্স, পিপলস লিজিং, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ডেফোডিল কম্পিউটার, রিলায়েন্স ইন্সুরেন্স ও উইনাইটেড ইন্সুরেন্স।

পূর্ববর্তী নিবন্ধঅফিসে মজা করলে কী হয়?
পরবর্তী নিবন্ধবরিশালে ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত