ডাক্তার টিভিতে মগ্ন, অতঃপর রোগীর মৃত্যু!

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:

20রাজবাড়ী সরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নুর ইসলাম ভুইয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

শুক্রবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নুর ইসলাম সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সরাফাত হোসেন ভুইয়ার ছেলে।

নুর ইসলামের ছোট ভাই শাহ আলম জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তার বড় ভাই (নুর ইসলাম) বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজবাড়ী সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ শিকদার টেলিভিশন দেখতে ব্যস্ত ছিলেন। বারবার ডাকা সত্ত্বেও তিনি রোগীর কাছে না এসে এক্স-রে করতে বলেন। এর প্রায় এক ঘণ্টা পর হাসপাতালে কর্মরত নার্স রোগীর প্রেসার মাপতে আসেন। তার কিছুক্ষণ পর নুর ইসলাম মারা যান।

তিনি অভিযোগ করে বলেন, ‘ডাক্তারদের অবহেলার কারণেই নুর ইসলাম মারা গেছেন।’

এ ব্যাপারে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. রহিম বক্স টেলিফোনে যুগান্তরকে জানান, এ ঘটনার পর মৃত ব্যক্তির স্বজনরা একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের টানে ধর্মবদল, অতঃপর…
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন