টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকা ফেরত

পপুলার২৪নিউজ জেলা প্রতিনিধি :

মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কক্সবাজারের টেকনাফে ঢোকার সময় একটি নৌকাকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শনিবার ভোরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তা ফেরত পাঠানো হয়।

জানা গেছে, মিয়ানমারের রাখাইন প্রদেশে সে দেশের সেনা-সমাবেশের কয়েক দিন পর শনিবার ভোরে নৌকাটি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে।

টেকনাফের শাহপরীর দ্বীপ স্টেশনের কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এস এম কবির হোসেন বলেন, ‘নৌকাসহ মিয়ানমারের ৩১ রোহিঙ্গাকে নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ফেরত পাঠানো হয়েছে। ‘

নৌকাটিতে ৯ জন নারী ও ২২ জন পুরুষ ছিলেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসার্জিক্যাল অপারেশনে রাখাইনে ছত্রী সেনা নামাচ্ছে মিয়ানমার
পরবর্তী নিবন্ধজয়পুরহাটে বাঁধ ভেঙ্গে সাড়ে ৩ শতাধিক বাড়ি-ঘর প্লাবিত