টিএসসির কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সব ধরনের কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
টিএসসি পরিচালক আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসিতে অবস্থিত সব সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত ১১টা পর্যন্ত কাজ করা যাবে।

 

এদিকে এমন সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তাদের দাবি এর মধ্যদিয়ে শিক্ষার্থীদের অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট হবে না। পড়ালেখায় আরও বেশি সময় ব্যয় করতে পারবে।

jagonews24

অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে রাত ৮টার পর শুধুমাত্র ছাত্রীদের টিএসসিতে আসতে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয়। যদিও ওই চিঠির কোথায়ও এমন কোনো কিছু লেখা নেই। তাছাড়া চিঠিতে শুধু সংগঠনের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। তবে কাউকে টিএসসি এলাকায় আসা কিংবা ঘোরাঘুরি করা যাবে না এমন কোনো নিষেধাজ্ঞাও দেয়া হয়নি।

পূর্ববর্তী নিবন্ধক্যানসার আক্রান্ত শিল্পী শাম্মী আক্তারকে সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবর্তমান সরকারকে ক্ষমতা জবরদখলকারী: খসরু