জামিন পেলেন ভাস্কর্য অপসারণে চার প্রতিবাদকারী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণ করায় সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভ ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম এ কে এম মাইনউদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন।

চার প্রতিবাদকারী হলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম ও কর্মী জয় এবং উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূর।

এর আগে শনিবার তাদের কারগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার।

বৃহস্পতিবার রাতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণ করার প্রতিবাদে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করলে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার রাতে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে এ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

মামলায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম তরুণীদের রক্ষা করতে গিয়ে প্রাণ গেল দুই মার্কিনির
পরবর্তী নিবন্ধনিরাপদ প্রসব নিশ্চিত করতে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি