ছুটির দিনেও হকারদের বসতে দিল না পুলিশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ছুটির দিন শুক্রবারেও রাজধানীর গুলিস্তানের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হকাররা।

এর আগে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাপ্তাহিক দুই ছুটির দিন পুরোটা সময় এবং অন্যান্য কর্মদিবসে সন্ধ্যার পর ফুটপাতে বসতে পারবেন হকাররা।

গুলিস্তানের হকাররা জানান, সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবারে সকাল থেকেই তাদের মালামালের পসরা সাজিয়ে বিভিন্ন ফুটপাতে বসেন তারা। কিছুক্ষণ যেতে না যেতেই পুলিশ তাদের মালামাল তুলে দেয়।

পুলিশ তাদের তুলে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হকাররা। তারা বলেন, পুলিশ কেনো আমাদের সঙ্গে এমন আচরণ করছে তা বোধগম্য নয়। আমাদের একটি নির্দিষ্ট জায়গা দিক বসার জন্য।

হকার উচ্ছেদের দায়িত্বরত পুলিশ জানান, এবিষয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা এ নিয়ে বলতে পারবেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ফুটপাত দখলমুক্ত রাখতে হকার উচ্ছেদ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিবাদের দফায় দফায় বিক্ষোভ মিছিল করে তারা।

পূর্ববর্তী নিবন্ধবোলার রাব্বির অন্যরকম ব্যাটিং রেকর্ড
পরবর্তী নিবন্ধদেশে অসুস্থ ধারার রাজনীতি প্রাধান্য পাচ্ছে: নোমান