ছাতকে ৫ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত শতাধিক

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলা্র২৪নিউজ:

ছাতকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ৫গ্রামবাসীর মধ্যে
সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত
সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান বাজার নামক স্থানে চেচান, বাউর, পরশপুর, রাতপুর ও
ধনপুর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয়।
জানা যায়, স্থানীয় সিবিপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গত
বৃহঃবার অনুষ্টিত হয়। এ নির্বাচন তালুকদার গোষ্ঠী ও কৈয়া গোষ্ঠীর প্যানেল অংশ
গ্রহন করে। বিপুল ভোটে তালুকদার গোষ্ঠীর প্যানেল বিজয়ী হয়। এ নির্বাচনের ফলাফল
ঘোষণার পর থেকে পরাজিত প্যানেলের কৈয়া গোষ্ঠী ও  তালুকদার গোষ্ঠীর মধ্যে বিরোধ
চলে আসছিল। এর জের ধরে সকালে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ
সিলেট-সুনামগঞ্জ সড়কে ছড়িয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে উভয় পক্ষের আহতের উদ্ধার করে
স্থানীয় কৈতক স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, চেচান গ্রামের
তালুকদার গোষ্ঠী ও কৈয়া গোষ্ঠীর মধ্যে স্থানীয় সিবিপি উচ্চ বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির নির্বাচনী বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ##

পূর্ববর্তী নিবন্ধ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের প্রতিনিধিত্ব করছে ওয়ালটন
পরবর্তী নিবন্ধধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বিশ্বস্ত পৃষ্ঠপোষক খালেদা জিয়া: কাদের