ছাতকে রিপার মেশিনে ধানকর্তন উদ্বোধন

পপুলার২৪নিউজ নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ:
 ছাতকে রিপার মেশিন দিয়ে ধানকর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বদিরগাঁও গ্রামের হাওরে জমির ধান রিপার মেশিনে কর্তনের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। ধান কর্তন উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক। বিশেষ অতিথি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শাখায়াত হোসেন। ধান কর্তন উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী আনিছুর রহমান, আনিছুজ্জামান সুজন, শামীমুর রহমান চৌধুরী, মেসার্স আরাফাত সীড’র সত্ত্বাধিকারী আদর্শ কৃষক মতিউর রহমান ছাদিক।
এসময় কৃষক ছমরু মিয়া, হাফিজ সৈয়দুর রহমান, ইলিয়াছ মিয়া, বুলু মিয়া, নুর উদ্দিন, আতিকুর রহমান, ফয়জুল মিয়া, আবুল মিয়া, মুজিবুর রহমান, মছব্বির আলী, মঙ্গলা মিয়া, শামীম মিয়া, পাবেল মিয়া, সাজু মিয়াসহ স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী নিবন্ধযাত্রাবাড়ীতে ঝরনা হত্যায় গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধআমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেল:তাসনিম