ছাতকে ব্যবসায়ীর দু’লক্ষ টাকা ছিনতাই পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে পাথর ব্যবসায়ীর দু’লক্ষ টাকা ছিনতাই করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও এলাকায় পিয়াইন নদীতে ইঞ্জিন চালিত নৌকায় এ ছিনতাইর ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী রুমন মিয়া আহত হয়। সে পৌর শহরের তাতিকোনা এলাকার মৃত সোনা মিয়ার পুত্র। ছিনতাইর ঘটনায় রুমন মিয়া বাদী হয়ে কোম্পানীগঞ্জের ছাটিবহর-আমবাড়ী গ্রামের মৃত হাজী তৈমুছ আলীর পুত্র উসমান আলী, শমসের আলী, মনফর আলী, সুজন মিয়াসহ ৫জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ থেকে জানা যায়, পাথর ব্যবসায়ী ফারুক আহমদের ব্যবসা পরিচালনা করে থাকেন তার চাচাতো ভাই রুমন মিয়া। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে ফারুক আহমদের কাছ থেকে ব্যবসার দু’লক্ষ টাকা নিয়ে নিজস্ব ইঞ্জিন চালিত ষ্টীলবডির নৌকা নিয়ে চেলা পাথর কোয়ারীতে যাওয়ার জন্য যাত্রা করেন রুমন মিয়া। পিয়াই নদীপথে যাওয়ার সময় গোয়ালগাঁও এলাকায় পৌছলে ছিনতাইকারীরা নৌকার গতিরোধ করে রুমন মিয়াসহ মাঝিদের মারপিট করে রুমন মিয়ার কাছে থাকা ব্যাগসহ দু’লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এদিকে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ছাতকের ব্যবসায়ী মহলে ছড়িয়ে পড়ে ক্ষোভ। শুক্রবার রাতে শহরের পুরাতন কাষ্টম এলাকায় ব্যবসায়ী মহলের উদ্যোগে এক প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে উসমান ও তার পরিবারের লোকজন। ছাতকের ব্যবসায়ীরা উসমান পরিবারের কাছে কারনে-অকারনে নির্যাতিত হয়ে আসছে। সম্প্রতি ছাতক শহরের মোগলপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করার সুবাধে এখানেও উসমান পরিবারের লোকজন বেপরোয়াভাবে চল-ফেরার চেষ্টা করছে। মোগলপাড়া পঞ্চায়েতি কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিলে এলাকাবাসীর ক্ষোবের মুখে রাস্তা খুলে দিতে বাধ্য হয় উসমান আলী। স্কুল-কলেজগামী মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে তার ছেলে-ভাতিজারা। তাদের কারনে নিরীহ অনেক ছাত্রীই এখন বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। ইভটিজিংয়ে প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে উঠে উসমান ও তার পরিবারের লোকজন। এর জের ধরেই তারা ব্যবসায়ীদের মারধোর ও ছিনতাইর ঘটনা ঘটিয়েছে। এসব অপরাধ কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য উসমান ও তার পরিবারের প্রতি আহবান জানান ব্যবসায়ীরা। ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্ত্য রাখেন, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল হাই আজাদ, ছাতক পাথর ব্যাসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সামছু মিয়া, ছাতক বাজার কমিটির সভাপতি এলাইছ চৌধুরী, ইসাকলস ইউনিয়নের চেয়ারম্যান হাজী কুটি মিয়া, পৌর কাউন্সিলর নওশাদ মিয়া, আকলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, ব্যবসায়ী আব্দুস সহিদ, সৈয়দ তিতুমীর, হাজী আশিদ আলী, সালেহ আহমদ, হাজী বিলাল আহমদ, আবু হুরায়রা ছুরত, ফারুক আহমদ, আব্দুল অদুদ, আয়না মিয়া, তাহের আলম, আকিল আলী, আব্দুস ছাত্তার, নৌকা মালিক সমিতির সভাপতি এবাদুর রহমান, লেবার সর্দার সমিতির সভাপতি মনু মিয়া প্রমুখ। সভা শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাতক থানার ওসি(তদন্ত) আশরাফুল আলমের সাথে বৈঠক করেছেন। অপর দিকে মোগলপাড়া এলাকার বাসিন্দা হেমন্ত দাসের কন্যা ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের ছাত্রী অর্পা দাস ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা দাস তাদের ভয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার
পরবর্তী নিবন্ধতীব্র যানজটে নাকাল রাজধানীবাসী