ছাতকে বন্ধুর বি‌য়ে থে‌কে ফিরার প‌থে সড়ক দূর্ঘটনায় চার বন্ধুর মর্মা‌ন্তিক মৃর্ত্যুতে সি‌লে‌টে শো‌কের মাতম

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বন্ধুর বিয়ে থে‌কে বা‌ড়ি‌তে ফিরার প‌থে মর্মান্ত‌কি সড়ক দূর্ঘটনায় লাশ হ‌য়ে ফির‌লেন চার বন্ধু  । এ হৃদয় বিদারক মর্মান্ত‌কি ঘটনায় মাতম চলছে সিলেটের সদর উপ‌জেলার টুকেরবাজার, বিশ্বনাথ ও ওসমানীনগরে।  ক‌নের বা‌ড়ি ছাত‌কেও শো‌কের ছায়া নেম‌ে আসে। এ সড়ক দূর্ঘটনাট‌ি ঘটেছে সিলেট-ছাতক সড়কের সু‌ফি নগর এলাকায় । চার বন্ধু বিশ্বনাথের মাহতাবপুরের গিয়াস উদ্দিনের পুত্র তোফায়েল আহমদ (২৭), সিলেটের জালালাবাদ থানাধীন টুকেরবাজার শেখপাড়া গ্রামের সোরাব আলীর  পুত্র রাজু আহমদ (৩৫), একই গ্রামের ফজলুল হকের ছেলে তায়েফ (২৭) ও ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের শাহজাহান (৩০)। তাদের সঙ্গে  ছিলেন আরেক বন্ধু গো‌বিন্দগঞ্জ সৈয়‌দেরগাও ইউ‌পির দশঘর ল‌ক্ষিপুর গ্রা‌মে মৃত হা‌বিবুর রহমান মাষ্টা‌রে পুত্র  মাসুম আহমদ। 
সি‌লেট সদর উপ‌জেলার টু‌কেরবাজার এলাকার ব্যবসায়ী রুহুল আমীনের বিয়ে ছিল শুক্রবার। কন্যার বাড়ি ছাতকে। এ কারণে শুক্রবার দুপুরে তারা বন্ধু রুহুলের বিয়েতে ছাতকে আসেন। প্রাইভেট কার নি‌য়ে আ‌সে ৫ বন্ধু। নিজের গাড়ি চালি‌য়ে আ‌সেন শাহজাহান।  খাওয়া-দাওয়া শেষে তারা ছাতক থেকে সিলেটের উদ্দেশ্যে গা‌ড়ি নি‌য়ে রওনা দেন। ফিরার সময় রাজু গাড়ি চা‌লি‌য়ে‌ছেন। সিলেট-ছাতক সড়কের সু‌ফিনগর এলাকায় এসে প্রাইভেট কারের হঠাৎ ব্রেক কষেন রাজু। কিন্তু থামেনি গা‌ড়ি । দ্রুত বেগে থাকা প্রাইভেট কারটি গিয়ে রাস্তার পাশে খালের পানিতে প‌ড়ে । কচুরিপানা ভর্তি খালে গাড়িটি দ্রুতই পানিতে তলিয়ে যায়। গাড়ি পানিতে পড়ার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার ক‌রে একটি মিনি ট্রাকের মাধ্য‌মে  চারজনকে দ্রুত পাঠিয়ে দেয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। চার বন্ধুর একসঙ্গে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটে । মারা যাওয়া চার জনের মধ্যে রাজু ও তায়েফের বাড়ি টুকেরবাজারে। দুইজনই কাজীরবাজারের মৎস্য আড়তের ব্যবসায়ী। ধনাঢ্য পরিবারের সন্তান। তাদের মৃত্যুতে গোটা এলাকায় মাতম নে‌মে আ‌সে । শ‌নিবার বাদ জোহর টুকেরবাজারে ঈদগাহে রাজু ও তায়েফের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এই নামাজে হাজার হাজার মানুষ অংশ নেন। এরপর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তারা কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। তাদের এমন মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন সবাই। শাহজাহান ছিল ওসমানী নগরের ধনাঢ্য পরিবারের সন্তান। শ‌নিবার  ১০ টায় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। আর বিশ্বনাথের তোফায়েলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় সকাল ১১ টায়। এরপর তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ মর্মান্তিক এ দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচা মাসুমের সঙ্গে আলাপকা‌লে সে জানান, বিয়ে থেকে তারা ফেরার পথে জোর করে রাজু বন্ধু শাহজাহানকে সরিয়ে নিজেই ড্রাইভিং সিটে বসে। শাহজাহান ছিল তার পাশে। শাহজাহান ড্রাইভিং ভালো জানে। কিন্তু রাজু তেমন ভালো ড্রাইভিং পারে না। এ কারণে ব্রেক কষার সঙ্গে সঙ্গে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ প্রানহাণ‌ীর ঘটনা ঘ‌টে ।

পূর্ববর্তী নিবন্ধনয়াপল্টন এলাকায় ২ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধঅসুস্থ খেলোয়াড়কে ৫ লাখ রুপি দিলেন কেকেআর মালিক শাহরুখ