চুয়াডাঙ্গার মোল্লাবাড়ি আড়াই কেজি স্বর্ণের গহনাসহ আটক ১

এস কে দাস,চুয়াডাঙ্গা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার দর্শনা পাশ্ববর্তী মোল্লাবাড়ি হটাৎপাড়া নামক স্থানে প্রায় আড়াই কেজি স্বর্ণের গহনাসহ সেন্টু শেখ (৩২) নামে এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। আটককৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৪ হাজার ৬৯০ টাকা। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত সেন্টু দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মৃত মজনু শেখের ছেলে।
বিজিবি জানায়, শনিবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লুতফুন কবির এর নেতৃত্বে সুলতানপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা নাস্তিপর সীমান্ত থেকে ছেড়ে আসা জীবননগর গামী একটি ব্যাটারি চালিত ভ্যান কে গতিরোধ করে সেন্টু শেখ কে আটক করে। এরপর ভ্যানের নিচে তল্লাশি করে ৪ টি প্যাকেটে মোড়ানো ২ কেজি ৪শত ৪১ দশমিক ২ গ্রাম স্বর্ণের গহনা উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লুতফুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধমোবাইল ব্যবহার করতে না দেয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধষোড়শ সংশোধনী বাতিলে দেশের মানুষ উদ্বিগ্ন : হানিফ