চীনাদের ভিসা দেয়ায় কঠোর হচ্ছে পাকিস্তান

পপুলার২৪নিউজ ডেস্ক:
সম্প্রতি পাকিস্তানের কোয়েটায় চীনা দম্পতিকে অপহরণ করে খুন করার পর চীনাদের ভিসা দেয়ার ক্ষেত্রে কঠোর হতে যাচ্ছে পাকিস্তান।

বুধবার ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠকের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খান এই সিদ্ধান্ত জানান। খবর খালিজ টাইমসের।

পাকিস্তানে নিহত চীনা দম্পতি পাকিস্তানে গোপনে খ্রিস্টধর্ম প্রচার করছিল বলে অভিযোগ উঠেছে।

এর পরই পাকিস্তান সরকার চীনা নাগরিকদের ভিসা দেয়ার ব্যাপারে কঠোর হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চীনা নাগরিকরা ভিসার জন্য আবেদন করলে তাদের সঠিক কারণ দেখাতে হবে। ভিসা প্রক্রিয়াতে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং ভিসার অপব্যবহার রুখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

এছাড়া চীনারা যেন পাকিস্তানের ভিসার নিয়ম-নীতিগুলো সঠিকভাবে মেনে চলে তা নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে বেজিংয়ে পাকিস্তান দূতাবাসকে।

পাকিস্তানের চেম্বার্স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুমোদনের পরেই চীনা নাগিরকদের ব্যবসায়িক ভিসা এবং পর্যটক ভিসার অনুমতি দেয়া হবে।

ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি এবং সঠিক তথ্য দেয়ার পরেই চীনা নাগরিকের ভিসার মেয়াদ বাড়ানো হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদপুরে কিশোরী অপহরণে যুবকের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধভারতীয় দলে আনা হচ্ছে রবি শাস্ত্রীকে