চালের দাম বৃদ্ধি নিয়ে তদন্তের দাবি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দেশের বাজারে চালের দাম বৃদ্ধির তদন্তের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন জোটের সংসদ সদস্য এম এ আউয়াল এমপি।

মঙ্গলবার বাজেটোত্তর আলোচনায় অংশ নিয়ে তরিকত ফেডারেশনের মহাসচিব খাদ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, বিগত সময়ের চেয়ে চালের দাম বেড়েছে কয়েকগুণ। তবে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে না।

খাদ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি আরও বলেন, খাদ্যমন্ত্রী ঢাকার একটি অনুষ্ঠানে বলেছেন, চালের দাম বৃদ্ধির জন্য বিএনপিপন্থী ব্যবসায়ীরা দায়ী। সরকারের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কথা না বলা ঠিক নয়। এতে করে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত প্রকৃত হোতারা পার পেয়ে যায়।

এম এ আউয়াল বলেন, অপরাধীরা যে দলই করুক না কেন, চালের দাম বৃদ্ধির সঙ্গে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। চালের দাম কারা বাড়িয়েছে, এটা তদন্ত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধশশী থারুরের টুইটে মাশরাফির দেশপ্রেম
পরবর্তী নিবন্ধদুষ্কৃতিকারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে: ত্রাণমন্ত্রী