গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় যুবককে কুপিয়েছে বখাটেরা, গ্রেফতার-৩

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জে সাতপাড় হাই স্কুলের ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় সুমন (২০) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করেছে বখাটেরা। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সদর উপজেলার বৌলতলী বাজারে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বখাটেরা হলো, সদর উপজেলার বনগ্রামের মোস্তফা সিকদারের ছেলে রুবেল সিকদার (১৪), একই গ্রামের সাহিন সরদারের ছেলে সাকিব সরদার (১৪) ও খাটিয়াগড় গ্রামের ফেলান শেখের ছেলে শরিফুল শেখ (১৬)।
বৌলতলী তদন্ত কেন্দ্রের এসআই ফরিদুজ্জামান জানান, ইভটিজিংয়ের শিকার সাতপাড় হাই স্কুলের ৭ম শ্রেনীর ওই ছাত্রী বৌলতলী বাজারে ঈদের কেনাকাটা করতে আসে। এসময় গ্রেফতারকৃত ওই বখাটেরা তিন যুবক ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। বিষয়টি নিয়ে সুমন বখাটেদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ওই যুবক সুমনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তিন বখাটেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রী বাদীগোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে সরগরম দর্জিপাড়া, ব্যস্ত সময় পার করছেন দর্জি শ্রমিকেরা
পরবর্তী নিবন্ধকোটালীপাড়ায় মিথ্যা মামলা দিয়ে মসজিদের ইমামকে হয়রানির অভিযোগ