গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি পরিদর্শক পরিমল চন্দ্র মণ্ডল ও ইপিআই সুপারিটেডেন্ট রোকসানা পারভীন। সভায় জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলায় এবার এক লাখ ৮৩ হাজার ২০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ২১৫ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৫৮ হাজার ৯৮৭ জন শিশুকে লাল রংয়ের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

পূর্ববর্তী নিবন্ধগুজরাট ও হিমাচলে বিজেপির জয়
পরবর্তী নিবন্ধদুই যুগ পর ম্যারাডোনার রেকর্ডে ভাগ!