গুডবাই বারাক ওবামা

পপুলার২৪নিউজ ডেস্ক:
টানা দুই মেয়াদ পূর্ণ করে বিদায় নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। ৮ বছর শাসন ক্ষমতার পর আজ হোয়াইট হাউস ছেড়ে দেবেন তিনি। বিদায়ের আগে মোটামুটি সুখবর পেয়েছেন ওবামা। ওয়াশিংটন পোস্ট ও এবিসি টিভির সর্বশেষ জনমত জরিপে যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ওবামার কাজে সন্তোষ প্রকাশ করেছেন। সন্তুষ্ট নন এমন লোকের সংখ্যা ৩৮ শতাংশ। ক্ষমতা ছাড়ার আগের দিন বৃহস্পতিবার সর্বশেষ সংবাদ সম্মেলনে আমেরিকানদের আশার বাণী শুনিয়ে গেছেন তিনি।

নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ নিয়ে অনেক আমেরিকানই উদ্বিগ্ন। সংবাদ সম্মেলনে উদ্বিগ্ন আমেরিকানদের আশ্বস্ত করে ওবামা বলেন, ‘আমি আমেরিকার জনগণ ও এই দেশের প্রতি আস্থাশীল। আমি বিশ্বাস করি খারাপের চেয়ে ভালো মানুষের সংখ্যা বেশি।’

11সংবাদ সম্মেলনে ওবামা হোয়াইট হাউস প্রেস কর্পসকে ধন্যবাদ জানান। প্রায় এক ঘণ্টা কথা বলেন তিনি। মাঝে মধ্যে তার কণ্ঠ হতাশাজনক শোনালেও প্রেসিডেন্ট ওবামা বলেন, হোয়াইট হাউসে সাংবাদিকরা থাকায় তার কাজকর্ম আরও সুনিপুণভাবে করা সহজ হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমেরিকার আপনাদের প্রয়োজন। মার্কিন গণতন্ত্র রক্ষায় আপনাদের দরকার।’

যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন ওবামা। দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষ্ণাঙ্গ, ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে সবার জন্য তিনি সমান সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘সব ব্যবধান ভুলে প্রতিটি মার্কিনের জন্য সমান সুযোগের দ্বার খুলে দিতে হবে। তাহলে একদিন এ দেশেই একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। অভিবাসী, ইহুদি, হিন্দুসহ যে কোনো সম্প্রদায়ের মানুষ সর্বোচ্চ ক্ষমতা গ্রহণ করতে পারবে।’

প্রেসিডেন্ট হিসেবে শেষ সংবাদ সম্মেলনে মার্কিন-রাশিয়া সম্পর্ক, ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াসহ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন ওবামা। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন পরামর্শ। তবে এই সংবাদ সম্মেলনে সব ছাপিয়ে সমালোচনার তীর ছিল চেলসি ম্যানিংয়ের সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্তকে ঘিরে। এ সময় চেলসি ম্যানিংয়ের সাজা কমানোর বিষয়ে রিপাবলিকানদের সমালোচনার জবাব দেন ওবামা। তিনি বলেন, ‘তাকে বিচারের আওতায় আনা হয়েছে। তিনি নিজের অপরাধের দায়িত্বও নিয়েছেন। কিন্তু তার অপরাধের তুলনায় সাজার মাত্রা বেশি হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাজা কমানো হয়েছে।’

যুক্তরাষ্ট্রের বহুদিনের পুরনো শত্রু রাশিয়া সম্পর্কে তিনি বলেছেন, দেশটির সঙ্গে সম্পর্ক খানিকটা সেই স্নায়ুযুদ্ধের মতো রূপ নিয়েছে। তিনি বলেন, ‘ভ­াদিমির পুতিন দ্বিতীয় মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর স্নায়ুযুদ্ধের সময়কার সেই প্রতিপক্ষ মনোভাবের একটা পুরনো আঁচ যেন পাওয়া যাচ্ছে। এতে করে দুপক্ষের সম্পর্কে স্থিতিশীলতা আনা কঠিন হয়ে পড়েছে।’ দেশটির সঙ্গে ভালো সম্পর্ক প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন তিনি। ইসরাইল ফিলিস্তিন দু-রাষ্ট্রতত্ত্বের ভিত্তিতে শান্তি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেছেন, এই দুটি পক্ষই শান্তি প্রতিষ্ঠার মূল্যবান সুযোগ হারাচ্ছে।

হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ওবামা বলেন, ‘যারা আপনার সব কথায় সায় দেন, আপনি যদি শুধু তাদের কথাই শোনেন, এমন একটি পদ্ধতি তৈরি করেন যেখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, তাহলে বুঝতে হবে আপনি ভুল করতে শুরু করেছেন।’

প্রশ্ন নেয়ার আগে প্রেসিডেন্ট ওবামা টেক্সাসের হিউস্টন হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও তার স্ত্রী বারবারা বুশের সুস্থতার জন্য প্রার্থনা করেন। সংবাদ সম্মেলনের শেষ প্রশ্ন ছিল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে তার পছন্দের প্রার্থী হিলারি ক্লিনটনের পরাজয়ে তার দুই কিশোরী কন্যা সাশা ও মালিহার প্রতিক্রিয়া ও তাদের প্রতি ওবামার উপদেশ নিয়ে। জবাবে ওবামা বলেন, ফার্স্ট লেডি মিশেল এবং তার নিজের মতোই মালিহা ও সাশার মন খারাপ হয়েছে। কিন্তু তিনি তাদের নিয়ে গর্বিত, কারণ তাদের মধ্যে মানিয়ে নেয়ার ক্ষমতা আছে; তারা দেশপ্রেমিক এবং তারা নৈরাশ্যবাদী নয়।

প্রেসিডেন্ট ওবামা তার সংবাদ সম্মেলন শেষ করেন এই বলে, তিনিও সব সময় ধীরস্থির বা শান্ত থাকতে পারেন না। তার ভাষায়, ‘মানুষের সামনে না থাকলে আমার মধ্যেও অধৈর্য আচরণ আসে এবং কখনও-সখনও উত্তেজিত হই, অন্যদের মতো নিরাশও হই। তবে আমি বিশ্বাস করি, আমরা ঠিক আছি। আমাদের পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে চলতে হবে। আমাদের পরিশ্রম করতে হবে।’

২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে প্রথম মেয়াদে ক্ষমতায় আসেন। এরপর ২০১২ সালে দ্বিতীয় দফায়ও বিজয়ী হন। শুরু থেকেই নানা বিরোধিতা ও সমালোচনার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। ৫৫ বছর বয়সী ওবামা যুক্তরাষ্ট্রের অন্য অনেক প্রেসিডেন্ট দায়িত্ব পালন শেষে অবসর নেয়ার তুলনায় অনেক কম বয়সী। অবসর জীবনে কী করবেন সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন তিনি। হয়তো আত্মজীবনী লিখবেন; ডেমোক্রেটিক দলকে সহযোগিতা করতে পারেন বলেও ওবামা জানান। তবে স্ত্রী ও কন্যাদের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে চান বলে উল্লেখ করেন বিদায়ী প্রেসিডেন্ট। বিবিসি, এএফপি।

পূর্ববর্তী নিবন্ধকরটানা নিয়ে মাইক্রোসফটের পরিকল্পনা
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় গাড়ি হামলায় নিহত ১