কুমিল্লার বিপক্ষে ফিরছেন মুস্তাফিজ

পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের চট্টগ্রাম অংশে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে মাঠে ফিরছেন রাজশাহী কিংসের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলন থেকে ফেরার সময় মুস্তাফিজ নিজেই জানালেন ফিরে আসছেন।

বললেন, কোনো সমস্যা নেই। সব কিছু ঠিকঠাক আছে।

দুই সপ্তাহের বেশি সময় ধরে মুস্তাফিজকে নিয়ে কাজ করছেন রাজশাহীর ফিজিও বায়েজিদুল ইসলাম খান। তিনিও জানালেন মুস্তাফিজের ফেরার কথা। বললেন, সব ঠিক থাকলে কুমিল্লার বিপক্ষে ম্যাচ মাঠে ফিরছেন মুস্তাফিজ।

বায়েজিদুল গণমাধ্যমকে আরও বলেন, ফিজিওর দৃষ্টিকোণ থেকে আমি আত্মবিশ্বাসী। সহায়তা যতটুকু দিতে হয় সবটুকু দিয়েছি, আমরা যতগুলো পরীক্ষা করি তার সবগুলোতেই ও উতরে গেছে। আর শারীরিক দিক থেকে ওর কোনো অভিযোগ নাই।

দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লিতে ১৪ অক্টোবর ওয়ার্মআপে ফুটবল খেলার সময় অ্যাঙ্কেলে চোট পান মুস্তাফিজ। এরপর থেকে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।

এর আগে চোটের জন্য গত বিপিএলের কোনো ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। তার আগের বছর ঢাকা ডায়নামাইটসের হয়ে ১০ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৪ উইকেট।

 

পূর্ববর্তী নিবন্ধদুই বাংলাদেশি প্রতিষ্ঠানকে ১০ লাখ ডলার পুরস্কার জাতিসংঘের
পরবর্তী নিবন্ধমুন্সীগঞ্জে মাদক বহনকারী গাড়ির চাপায় পথচারী নিহত