এসবিএসি ব্যাংকের কুষ্টিয়া ৫৬তম শাখার কার্যক্রম শুরু

 

পপুলার২৪নিউজ ডেস্ক: সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড আজ রোববার কুষ্টিয়ার এন.এস রোডের নূর টাওয়ারে ৫৬তম শাখার কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান এস.এম. আমজাদ হোসেন শাখাটির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক ইঞ্জিনিয়ার মোকলেসুর রহমান, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান শফিউদ্দিন আহমেদ, অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম।
জনাব এস.এম আমজাদ হোসেন বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত মুদ্রানীতি বাস্তবায়নের লক্ষে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। যাতে চলতি অর্থ বছরে জিডির ৭ দশমিক ৪ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়। দেশের অর্থনীতির প্রাণ হলো কৃষি খাত এজন্য সব ধরনের ঋণের পাশাপাশি আমরা ঋণ প্রদানে কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। কৃষি খাতে ঋণ প্রদানে লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশ ব্যাংক থেকে আমরা একাধিকবার লেটার অব এপ্রিসিয়েশন পেয়েছি। আমরা এ ধারা অব্যহত রাখতে চাই। দেশে অনেক ব্যাংক রয়েছে, তবে এর মধ্যে সর্বোত্তম গ্রাহক সেবা দিয়ে আমরা দেশের ব্যাংকিং জগতে প্রথম হতে চাই। বিভিন্ন প্রান্তে আমাদের ব্যাংকের শাখা স্থাপনের মূল উদ্দেশ্য নতুন উদ্যোক্তা তৈরি করা। আমরা সেভাবেই এসএমই, কৃষি ও নারী উদ্যোক্তা ঋণ প্রদান করার নীতিমালা করেছি। নতুন প্রজন্মের ৯ ব্যাংকের মধ্যে নিট মুনাফা, রেমিটেন্স, বৈদেশিক বাণিজ্য এবং ঋণ ও আমানতের পরিমানে এগিয়ে। এ ব্যাংকগুলোর মধ্যে শাখার সংখ্যাও আমাদের সর্বোচ্চ। এবছরের মধ্যে আমরা আরও ৮শাখার কার্যক্রম শুরু করবো ফলে আমাদের শাখা হবে ৬৪ টি।

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্বম্ভরপুরে ‘গুই-রুঙ্গা’ তৈরিতে মানুষের ভাতের কষ্ট দূর
পরবর্তী নিবন্ধনেইমারকে সাহসী সিদ্ধান্ত নিতে বললেন আলভেস