ইবির বিশেষ কোটার ফল প্রকাশ

 পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তির বিশেষ কোটার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে এ ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন বিশেষ কোটার স্বমন্বয়কারী অধ্যাপক শেলিনা নাসরীন।

জানা যায়, মুক্তিযোদ্ধা, হরিজন, ক্ষুদ্র নৃগোষ্ঠি এবং প্রতিবন্ধী কোটার মেধা তালিকার ফল প্রকাশিত হয়েছে। বিশেষ কোটার মেধা তালিকায় স্থান প্রাপ্তদের আগামী ১৫ ফেব্রুয়ারীর মধ্যে ভর্তি হতে বলা হয়েছে। আসন শূন্য সাপেক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারী বিশেষ কোটার অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এ ছাড়া ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.iu.ac.bd পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধদুই শিশুকে হাত-পা বেঁধে ইউপি চেয়ারম্যানের নির্যাতন
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ দাও, নইলে মুখে বিষ দাও