আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফিন্যান্সিং অব টেররিজম শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ ডেস্ক:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ অফিসারদের জন্য ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফিন্যান্সিং অব টেররিজম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ১০ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা, ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি এবং অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহয়াম্মদ ইয়াহিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান নতুন নিয়োগপ্রাপ্ত অফিসারদের ইসলামী ব্যাংকিং কার্যক্রমে স্বাগত জানান। তিনি বলেন একজন গ্রাহকের আমানত ও বিনিয়োগের রক্ষনাবেক্ষণের দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন ব্যাংকারকে অবশ্যই মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে সচেতন হতে হবে। এসব কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। তিনি কোর্সে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধআপনাদের ভাগ্য পরিবর্তন করতে চাই:  এরশাদ
পরবর্তী নিবন্ধমাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করবে সরকার : শিল্পমন্ত্রী