আবগারি শুল্ক প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের উপর আরোপিত আবগারি শুল্ক প্রত্যাহার এবং এ সংক্রান্ত আইনের সংশোধিত ধারা বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

মন্ত্রী পরিষদ সচিব, সংসদ সচিবালয় সচিব, অর্থ সচিব ও জাতীয় সংসদের স্পিকারকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে নোটিশ দাতা সাংবাদিকদের জানান। তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করা হলে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাবা বলেই মেয়েকে নিয়ে দুশ্চিন্তা হয়: সাইফ আলি
পরবর্তী নিবন্ধপ্রভাসকে মারতে কাটাপ্পা রূপে হাজির বরুণ