আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চাই:  এরশাদ

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার সময়ে খুন গুম ছিল না, মানুষ শান্তিতে ছিল, আবার শান্তি ফিরিয়ে আনতে চাই। আমি বড়লোকের রাজনীতি করি না, গরিবের রাজনীতি করি। আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চাই। আগামীতে আবার নির্বাচন করতে চাই। আপনারা কি আমাকে ভোট দেবেন?

সোমবার দুপুরে রাজধানীর ভাষানটেক মোড়ে পথসভায় হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন।

এরশাদ বলেন, চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, আমিও ছিলাম না। আওয়ামী লীগও থাকবে না। আমার সময়ে খুন গুম ছিল না। মানুষ শান্তিতে ছিল। আপনার আমকে ভোট দিলে, আবার শান্তি ফিরিয়ে আনতে চাই।

এ সময় তিনি আগামী একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, ভাষানটেক) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে বলেন, আমি এখানে এমপি (সংসদ সদস্য) ছিলাম। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলাম।

এই পথসভার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ সময় দলটির অন্যান্য নেতা কর্মীরা বক্তব্য দেন।

পূর্ববর্তী নিবন্ধমিথ্যাচার ছাড়া বিএনপির আর কোনো অস্ত্র নেই: কামরুল
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফিন্যান্সিং অব টেররিজম শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত