আজ থেকে অ্যাপে মিলবে সিএনজি অটোরিকশা

পপুলার২৪নিউজ প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিন আজ সোমবার ঢাকায় অ্যাপে মিলবে সিএনজি চালিত অটোরিকশা। এটাই হবে সিএনজি অটোরিকশার প্রথম অ্যাপ যাত্রা। ‘গতি-লেটসগো’ নামের অ্যাপ। আজ ১ জানুয়ারি থেকে অ্যাপের যাত্রা শুরু হবে বলে জানান, গতি-লেটসগো অ্যাপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি)
এ এইচ এম মোস্তফা কামাল এ প্রতিবেদকে বলেন, সিএনজি চালকদের অ্যাপে নিয়ে আসতে যেসব প্রতিবন্ধকতা তা বিবেচনায় নেয়া হয়েছে। শুরুতে সিএনজি চালক আর মালিকদের অনেক সমিতি দেখে পরে পৃথকভাবে মালিকদের সঙ্গে যোগাযোগ করেই অ্যাপ সেবার কথা আলোচনা হয়েছে। এই অ্যাপে মালিক, চালক ও যাত্রী রেজিস্ট্রেশন ভুক্ত থাকবে। ফলে সিএনজি অটোরিকশায় কিছু ফেলে রেখে গেলে ফেরত পাওয়া যাবে। এছাড়া ড্রাইভারদের আয় বাড়বে। যাত্রীরা আরও ভাল সেবা পাবে। তিনি আরও বলেন, সিএনজি মালিক অ্যাপটির ওয়েবসাইটে গিয়ে নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখতে পারবে কতটি ট্রিপ কোথায় কোথায় হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধথার্টি ফার্স্ট উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা
পরবর্তী নিবন্ধআলোর ঝলকানির মধ্য দিয়ে নতুন বছর ২০১৮ সালকে বরণ করছে বিশ্ববাসী