আঙুলের ছাপ নির্ণয় করবে কিবোর্ড

 পপুলার২৪নিউজ ডেস্ক:

এবার কিবোর্ডেই আঙুলের ছাপ শনাক্ত করার ব্যবস্থা যুক্ত হয়েছে। এ প্রযুক্তিসহ অত্যাধুনিক কিবোর্ড বাজারে এনেছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের এ কিবোর্ডটি দেখতে অনেকটা সারফেস কিবোর্ডের মতো। তবে কিবোর্ডের ডান দিকের উইন্ডো কি-তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে।

কী কাজে ব্যবহার করা যাবে এ সেন্সরযুক্ত কিবোর্ড? মাইক্রোসফট জানিয়েছে, এটি উইন্ডোজ ১০ এ লগইন করার মাধ্যমে অথবা উইন্ডোজ হ্যালো ব্যবহার করে ওয়েবসাইটেও ব্যবহার করা যাবে।

বর্তমানে এর দাম নির্ধারণ করা হয়েছে ১২৯.৯৯ ডলার। এখনও এটি বাজারে আসেনি। তবে শিগগিরই আসবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

পূর্ববর্তী নিবন্ধকুম্বলেকে নিয়ে কড়া আপত্তি কোহলির
পরবর্তী নিবন্ধস্ত্রী নির্যাতনকারী কলেজ শিক্ষক জেল হাজতে