আগামী ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু

পপুলার২৪নিউজ ডেস্ক :

আগামী বছরের ১২ জানুয়ারি রাজধানীর উপকণ্ঠে তুরাগ তীরে বিশ্ব মুসলিমের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিন দিনব্যাপী প্রথম পর্ব ১৪ জানুয়ারি শেষ হবে। এরপর ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামী বছরের ইজতেমা সম্পন্ন হবে।

সোমবার বিশ্ব ইজতেমা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত আইনশৃংখলা বাহিনীর বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বৈঠকে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এই ইজতেমায় যেহেতু গ্রাম-গঞ্জে থেকে ধর্মপ্রাণ সাধারণ মুসুল্লি আসে, তাই তাদের যেন কোনোরকম কষ্ট না হয়, সেদিকেও নজর দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনোম্যান্সল্যান্ডে রোহিঙ্গা যুবক-যুবতীর বিয়ে
পরবর্তী নিবন্ধসংবিধানের মধ্যে থেকেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে: হানিফ