আগামী নির্বাচনে আগুন-সন্ত্রাসীদের ছাড় নয়: ইনু

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যথাসময়ে আগামী জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে আগুন-সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না।শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গি ও আগুন-সন্ত্রাসের আশ্রয়দাতা’ উল্লেখ করে ইনু বলেন, ‌‘জঙ্গি-সন্ত্রাসী, আগুন-সন্ত্রাসীরা গণতন্ত্র থেকে দূরে সরে গেলে, রাজনীতি থেকে দূরে সরে গেলে, গণতন্ত্র ও রাজনীতি দুর্বল হয় না; বরং শক্তিশালী হয়। ’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন যথাসময়ে করতে হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আগুন- সন্ত্রাসীদের হালাল করা যাবে না। নির্বাচনও সময়মতো করব, সন্ত্রাসীদেরও ছাড় দেওয়া হবে না। ’

প্রতিনিধি সভায় সুনামগঞ্জ জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ সভাপতিত্ব এবং সিলেট জেলার সাধারণ সম্পাদক কে কিবরিয়া চৌধুরী সঞ্চালনা করেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াও সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি পেয়েছে : নৌমন্ত্রী
পরবর্তী নিবন্ধআখাউড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন