আক্কেলপুরে তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে জয়পুরহাটের তুলশীগঙ্গা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর শনিবার সকালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আক্কেলপুর পৌর শহরের ঘরবাড়ি ও সড়কের একাংশ পানিতে ডুবে গেছে।

আজ সকাল ৭টার দিকে হঠাৎ করেই তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আক্কেলপুর উপজেলার পাড়ঘাটি এলাকার পশ্চিম পার্শ্বে প্রায় ৫০ ফুট বাঁধ ভেঙে যায়। এ সময় ঘরবাড়িতে প্রবল বেগে বন্যার পানি ঢুকে পড়লে ঘুমন্ত মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এ অবস্থায় বাসা-বাড়ির আসবাবপত্র নিয়ে অনেকেই আশ্রয় নেয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শুকনো জায়গায়। এ ছাড়া শহরের ডাকবাংলোর সামনে প্রধান সড়কের পানি ওঠা শুরু করায় সাধারণ মানুষ ও পথচারী চরম ভোগান্তিতে পড়েছে।

আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী জানান, আজ সকাল ৭টার দিকে তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৫০ ফুট অংশ ভেঙে শহরের বাসা-বাড়ি ও প্রধান সড়কের প্রায় ৫০০ মিটার প্লাবিত হয়। লোকজনকে সাথে নিয়ে বর্তামনে বাঁধটি মেরামতের কাজ শুরু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল দুই ছবি
পরবর্তী নিবন্ধজয় দিয়ে মিশন শুরু বায়ার্নের